রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : দামুড়হুদার দর্শনা পৌরসভা এলাকায় রাস্তার জমি দখল করে সরকারি ড্রেনের উপর সীমানাপ্রাচীরসহ পাকা ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে অবাধে এ ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যেন দেখার কেউ নেই। পৌরসভা কর্তৃপক্ষের কাছে সরেজমিনে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী শহর দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারের জোড়া বটতলা থেকে পাইপঘাট রোডের পাশে অবস্থিত পৌরসভার সরকারি পাকা ড্রেনের উপর স্থায়ীভাবে পাকা ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ওই ড্রেনের পাশের অনেক বসবাসকারীরা তাদের জমি ছাড়াও রাস্তার জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে এভাবে সরকারি জমি দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের কাজ চলতে থাকলেও পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। উল্লেখ্য, পৌর এলাকায় স্থাপনা নির্মাণে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে স্থাপনার নকশা অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও সংশ্লিষ্টদের অবহেলা ও এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয় না। ফলে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকাবাসীর অপরদিকে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দর্শনা পৌরসভা। তাই মূল্যবান সরকারি সম্পদ রক্ষা ও সেইসাথে এলাকার মানুষের স্বাচ্ছন্দে চলাফেরার স্বার্থে তদন্তসাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমনটাই দাবি সচেতন মহলের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।