প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইরানি নির্মাতা আহমেদ বাহরামি ২৬তম তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন।
রোববার এস্তোনিয়ায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে ইরানি নাটক “দ্য ওয়েস্টটাউন”-এর জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।
ইরানের চলচ্চিত্র সম্পাদক হায়েদেহ সাফিয়ারি উৎসবের আন্তর্জাতিক বিভাগের জুরি সদস্য ছিলেন। তার সাথে আরও ছিলেন পরিচালক ইলদিকো এনিয়েদি এবং তার হাঙ্গেরিয়ান সহযোগী সুরকার অ্যাডাম বালাজ, জার্মান পরিচালক আন্দ্রেয়াস ক্লেইনার্ট এবং ভারতীয় অভিনেত্রী ও পরিচালক বিজয়া জেনাও।
উৎসবের গ্র্যান্ড প্রিক্স জিতেছে আইসল্যান্ড-এস্তোনিয়ার সহ-প্রযোজনার ছবি ‘ড্রাইভিং মাম’। হিলমার ওডসন পরিচালিত চলচ্চিত্রটি রসিকতায় ভরা।
আসিফ রুস্তমভ পরিচালিত আজারবাইজান এবং ফ্রান্সের সহ-প্রযোজনার ছবি ‘কোল্ড অ্যাজ মার্বেল’-এ ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছে গুরবান ইসমাইলভ।
চিলি-আর্জেন্টিনা প্রযোজনা ‘দ্য পানিশমেন্ট’-এ মাতিয়াস বাইজের ভূমিকার জন্য আন্তোনিয়া জেগার্স সেরা অভিনেত্রী নির্বাচিত হন।
হাজারেরও বেশি অতিথি ও শিল্প প্রতিনিধি এবং ১৬০জনের অধিক সাংবাদিক প্রতি বছর ট্যালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হন।
সূত্র: তেহরান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।