Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা রক্ষার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনাকে কাজে লাগাতে হবে। গত শনিবার বিকেলে বোয়ালখালী মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের উদ্যোগে উপজেলা সদরের গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ৭ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল কাদেরের সভাপতিত্বে ও  মেলা কমিটির মহাসচিব শাহ্নেওয়াজ হায়দার শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার সোলায়মান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসহাক চৌধুরী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম জহিরুল আলম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ নেতা এস.এম. এমদাদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, এখলাছ মিয়া, মো. মুছা, আবদুল মান্নান, চেয়ারম্যান মো. মোকারম, জহুরুল ইসলাম জহুর, শাহাদাত হোসেন, নুরুল গণি শাহ, শেখ শহিদুল আলম, আবদুল মান্নান রানা, শামীম আরা বেগম, সাইদুর রহমান খোকা, ইকবাল হোসেন তালুকদার, মো. দিদারুল আলম, মিজানুর রহমান সেলিম, সাইদুল আলম, মোস্তাফা কামাল, হাজী হামিদুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ