রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষিতার মা বাদী হয়ে শনিবার রাতে প্রেমিক ইউসুফ মৃধা (২২)কে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার উলুবাড়িয়া গ্রামের রুহুল মৃধার ছেলে ইউসুফ-এর সাথে প্রায় দেড় বছর ধরে একই গ্রামের জেলে পল্লীর বাসিন্দার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল। গত শুক্রবার রাতে ওই মেয়ের বাবা, মা বাড়িতে না থাকার সুবাদে ইউসুফ সুকৌশলে তার বাড়ি গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে ধর্ষিতা প্রেমিক ইউসুফকে বিয়ের কথা বললে সে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় ওই ধর্ষিতার মা বাদী হয়ে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।