রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় এক শ্রমিককে পুলিশের মারপিট ও আটক করার প্রতিবাদে গতকাল রোববার সকালে দু’ঘন্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দেওয়ায় অন্য কোনো যানবাহনও চলাচল করতে পারেনি। পরে পুলিশ আটক শ্রমিককে ছেড়ে দিলে শ্রমিকরা ব্যারিকেড তুলে নেয়। সাতক্ষীরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জানান, সকালে বাস শ্রমিক শাহজাহান স্থানীয় ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলে জ্বালানি নিতে আসা সাদা পোশাকধারী এক পুলিশ সদস্যের সাথে তার বচসা হয়। ওই পুলিশ সদস্য তাকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি জানান, কিছুক্ষণ পর একদল পুলিশ বাস টার্মিনালে এসে শ্রমিক শাহজাহানকে মারধর করে তুলে নিয়ে যায়। পরে তাকে সাতক্ষীরা থানায় আটক রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শ্রমিকরা মাঠে নামে। তারা শাহজাহানকে মুক্তি না দেওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। এদিকে, পুলিশ ও শ্রমিকদের মাঝে চরম উত্তেজনার এক পর্যায়ে ওসি ফিরোজ হোসেন মোল্লা শ্রমিক শাহজাহানকে ছেড়ে দেওয়ার ঘোষনা দেন। এরপরই শ্রমিকরা তাদের ব্যারিকেড তুলে নেয়।
জামায়াতের ২ কর্মীসহ আটক ৩২
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুই কর্মীসহ ৩২ জনকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকার রোববার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা থানা ১০ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।