Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলুদ চাদরে ঢাকা চলনবিলের প্রান্তর

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চারদিকে যেন হলুদের আগুন লেগেছে। শীতের হিমেল হাওয়ায় হলুদ সরিষা ফুলের দোলনি মিষ্টি রোদে বিকিরিত হচ্ছে চারদিক। বাতাসে মৌ-মৌ ফুলের সুবাসিত মিষ্টি গন্ধ। ফুল থেকে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি দলের ভোঁ-ভোঁ শব্দে উড়া-উড়ি। যতদূর চোখ যায় হলুদ আর হলুদের বিস্তীর্ণ মাঠে ফুলেভরা সরিষা ঠাঁসা। গোধুলী বিকেলে নিচে এই হলুদের সমারোহ আর উপরে নীল আকাশে সাদা মেঘের ভেসে বেড়ানো অন্যরকম এক প্রাকৃতিক দৃশ্য। শহুরে জীবনে এর ছোঁয়া না লাগলেও সুন্দরের লীলাভূমি গ্রাম-বাংলার সাধারণ মানুষের জীবনে এই ঋতুতে তার দেখা মেলে। বন্যার পানি চলে যাওয়ায় কৃষকের আবাদ করা রবি সরিষার ফুলে চলনবিলের রূপ প্রকৃতিতে এমন পরিবর্তন এনেছে। চলনবিলের এই হলুদ চাদর মাড়িয়ে নিত্য ছুটে চলা স্থানীয় কৃষক-কৃষাণির। ছবিতে বা থেকে মাঠে কাজ শেষে ছেলে-মেয়েদের নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। সরিষার হলুদ মাঠ থেকে শাক তুলে দলবেঁধে ঘরে ফিরছেন গৃহবধূর দল। নিচে বাঁ থেকে বিলে মাছ ধরতে যাচ্ছে দুরন্ত কিশোরের দল এবং সরিষা ফুল থেকে পোশা মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করছেন এক মৌচাষী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ