Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার কথা সঠিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকাল সোমবারের দেয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক চলছে। নেটিজেনদের বেশির ভাগই প্রশ্ন তুলেছেন দুই নেতার কথার মধ্যে কার বক্তব্য সঠিক? গতকাল সোমবার দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের জনগণের কষ্টের কথা চিন্তা করে শেখ হাসিনা ঘুমাতে পারেন না’। তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। আজকে মানুষ কষ্টে আছে। সাধারণ মানুষ, স্বল্প আয়ের মানুষ কষ্টে আছে। শেখ হাসিনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি (প্রধানমন্ত্রী) জনগণের কষ্টের কথা চিন্তা করে ঘুমাতে পারেন না। ’৭৫ এর পর শেখ হাসিনার মতো সৎ মানুষ বাংলাদেশর রাজনীতিতে আর আসেননি। আমরা ভাগ্যবান শেখ হাসিনার মতো নেতা পেয়েছি’। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের আশপাশে আওয়ামী লীগ যাবে না। আপনারা উসকানি দেবেন না। মারামারি করবেন না। উসকানি দিলে কিন্তু খবর আছে। আপনারা আমাদের ওপরে হামলা করবেন আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব, এটা কি হয়?’
অন্যদিকে বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার সময় গত ৪ নভেম্বর আওয়ামী লীগের কর্মীদের হাতে আহত পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান গতকাল ধানমন্ডির ল্যাবএইডে মৃত্যুকরণ করেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকারের নির্যাতনের জবাব জনগণ আন্দোলনেই দেবে। আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনের ইতোমধ্যেই এই চলমান আন্দোলনে বিএনপির ৭ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। ২ জন আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ হারিয়েছেন। আর সোমবার একজন সাবেক সংসদ সদস্য প্রাণ হারালেন। এই অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি এই আন্দোলনের মধ্য দিয়ে শাহজাহান খানের এই যে মৃত্যু এটার আমরা পরিশোধ করতে সক্ষম হবো, জনগণ এর উপযুক্ত জবাব দেবে।’ দেশের সবচেয়ে বড় দুই দলের গুরুত্বপূর্ণ দুই নেতার বক্তব্য ফেসবুক, ব্লগ, টুইটারে বিতর্কের ঝড় তুলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ