Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিন পর ফের সূচক পতন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। গতকাল সোমবার কেনার চেয়ে শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট।
সূচক ও লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে গত রোববার সূচক বৃদ্ধির একদিন পর বাজারে সূচক পতন হলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আরও পতন হতে পারে এই ভয়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে বড় দরপতন হয়েছে।
ডিএসইর তথ্যমতে, বাজারে ২৮৯টি প্রতিষ্ঠানের ৬ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৯৮৩টি শেয়ার কেনা-বেচা হয়েছে। অঙ্কে যার পরিমাণ ৪১৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০টির ও কমেছে ৭৩টির। আর অপরিবর্তিত ছিল ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার। তৃতীয় স্থানে ছিল রয়েল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। এরপরের অবস্থানে ছিল আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, সামিট এলায়েন্স পোর্ট, রয়েল হোটেল সি পার্ল এবং পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭২ দশমিক ৮৪ বেড়ে ১৮ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৭ লাখ ৯৯ হাজার ২১৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৬১১ টাকা। এ বাজারে লেনদেন হওয়া ১০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টির ও কমেছে ৪৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ