Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লটারির মাধ্যমে স্কুলে ভর্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন সহকারি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন। তিনি জানান, গত ২১ নভেম্বর এক শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম রিটটি করেন। বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চে রিটের শুনানির কথা রয়েছে।

প্রসঙ্গত: সরকারি স্কুলে ভর্তি লটারি ২০২৩ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নমব শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরমপূরণ শুরু হয়েছে ১৬ নভেম্বর থেকে। ভর্তির আবেদন চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর ভর্তি লটারির রেজাল্ট প্রকাশ করা হবে। এ বছর ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ