রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দেওয়ানগঞ্জের শশারিয়াবাড়ি এলাকায় মো. সেক লিটন মিয়ার বাড়িতে পল্লী বিদ্যুতের মিটার লাগানো হয়নি। অথচ ওয়েবসাইডে দেখানো হচ্ছে মিটার লাগানো হয়েছে। হিসাব নাম্বারের অপেক্ষা। লিটন মিয়া জানান, আগস্ট মাসে বিদ্যুৎ সংযোগের জন্য দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করি। এক মাস পর থেকে আমি নিয়মিত বিদ্যুৎ অফিসে যাওয়া আসা করি। একদিন বলে তার নেই, আরেক দিন বলে মিটার নেই। কখনো বলে স্যার মিটিং এ আছে। সর্বশেষ বলেছে- তার মিটার আছে, লাগিয়ে দিয়ে আসবো। আমার বাড়িতে বিদ্যুতের অনেক প্রয়োজন। তাই আবেদনের সর্বশেষ পরিস্থিতি জানতে পল্লী বিদ্যুতের ওয়েবসাইডে ট্রাকিং নাম্বারে (২৩০৮৬৬৪১৪০৩৫৫৬৩) প্রবেশ করে দেখি আমর মিটার লাগানো হয়েছে। আমার বাড়িতে মিটার না লাগিয়েই কেনা আপডেট দিলো? এটা পল্লী বিদ্যুতের কাছে আমার প্রশ্ন। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম মো. শেখ ফরিদ জানান, কমিউনিকেশক গ্যাপ এবং আমাদের কম্পিটার অপারেটরের ভুলের কারণে এরকম সমস্যা হয়তো হয়েছে। গ্রাহক আমাদের কাছে আসলে আমরা সমাধান করে দিবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।