Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় হুইপের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, এমপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে গত রোববার রাতে মুন্সেফ বাজারস্থ এমপি’র কার্যালয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নুরুর রশিদ এজাজ, যুবলীগের যুগ্ন আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথ। এরআগে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতেও প্রধান অতিথি ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
হুইপ সামশুল হক চৌধুরী বলেন, গত ১৪ বছরে পটিয়ায় ৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আরোও ২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ উন্নয়নের প্রতিদান ও কৃতজ্ঞতা জানাতে ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যাবে পটিয়ার সর্বস্তরের মানুষ। তিনি দলীয় নেতাকর্মীসহ পটিয়ার সর্বস্তরের জনসাধারণকে জনসভায় যোগ দিতে আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ