Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়েন গজলিংকে বিয়ে করার কথা স্বীকার এভা মেন্ডিজের

| প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

রায়েন গজলিং খুব গোপনীয়তা-প্রিয় মানুষ। হলিউডের শীর্ষ তারকা হবার পরও তিনি ব্যক্তিগত জীবন নিয়ে খুব কথা বলেন না। ১১ বছর ধরে তিনি অভিনেত্রী এভা মেন্ডিজের সঙ্গে প্রেম করছেন। তাদের দুটি কন্যা সন্তানও আছে তবে তার রোমান্স নিয়ে গজলিং একেবারেই চুপচাপ থেকে এসেছেন। সবাই অপেক্ষায় ছিল তাদের বিয়েটা কবে হয়। তবে অবশেষে তারা বিয়ে সেরে ফেলেছেন বলেই মনে হচ্ছে। তারা বিয়ে করেছেন এমন ছবি প্রকাশ হয়নি, একটি চ্যাট শোতে অভিনেত্রী গজলিংকে ‘স্বামী’ বলে উল্লেখ করেছেন। একেই আনুষ্ঠানিক ঘোষণা বলা যেতে পারে তবে এই জুটির ভক্তরা একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন এখনও। অস্ট্রেলিয়ার ‘টুডে শো’তে মেন্ডিজ বলেন, ‘এখানকার মানুষ আমাকে আর আমার স্বামীকে খুব স্বাগত জানিয়েছে। আমরা এখানে খুব ভাল সময় কাটাচ্ছি।’ এতেই সংবাদ মাধ্যম যথেষ্ট মুখর হয়ে উঠেছে। কিছুদিন আগে মেন্ডেজ তাদের দুই কন্যা এসমেরাল্ডা (৮) এবং অ্যামান্ডাকে লালনপালন করার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমি নিশ্চিত আমাদের স্বতন্ত্র সময় যাপন করে আর আমরা মুক্ত মানসিকতায় জীবন যাপন করে বলে আমাদের নিজস্ব শক্তি আছে। এটিই আমাদের জন্য উপভোগ্য। আমাদের মধ্য কে সেরা এমন বিষয় নিয়ে আমরা ভাবি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ