Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলমিনিটে ‘দ্য পেইন্টার অব ফিশ’র ২ পুরস্কার জয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ৭:০৮ পিএম

আসগর বেশারতির ইরানি শর্ট ফিল্ম ‘দ্য পেইন্টার অব ফিশ’ যুক্তরাজ্যের ফিলমিনেট ২০২২-এ দুটি পুরস্কার জিতেছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসগর বেশারতি পরিচালিত চলচ্চিত্রটির সর্বশেষ প্রদর্শন অনুষ্ঠিত হয়। ফিলমিনেট ২০২২ ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। ‘দ্য পেইন্টার অব ফিশ’ উৎসবের জুরি এবং দর্শক পুরস্কার জিতেছে।

অনন্য চিত্রায়ন, কাব্যিক বর্ণনা, সরলতা এবং দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার কারণে চলচ্চিত্রটি জুরিদের কাছে প্রশংসিত হয়েছে।

৬০-সেকেন্ডের চলচ্চিত্রটি প্রকৃতির উপর মানুষের আধিপত্য এবং শিল্পের জন্য আশার মধ্যে স্পষ্ট বৈসাদৃশ্য চিত্রিত করা হয়েছে। পরিবেশগত সমস্যা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামুদ্রিক মজুদ সংরক্ষণের প্রয়োজনীয়তার প্রতি দর্শকদের দৃষ্টি আকৃষ্ট করতে এটি তৈরি করা হয়েছে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ