বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। চুরির এসব অটো রিকশা ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করত চক্রটি। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- মো. নয়ন (২২) ও মো: সুমন (২৯)। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই সবুজ রংয়ের ইজি বাইক উদ্ধার করা হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার ব্যক্তিরা ব্যাটারি চালিত অটো রিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারী চালিত অটো রিকশা চুরি করে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিত বলে জানা যায়।
তাদের ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।