বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: মাহবুব হোসেন বলেছেন, যদি সকল পেশার মানুষ সম্পৃক্ত থাকে তাহলে আমাদের জাতীয় ধনসম্পদ রক্ষা ও উদ্ধার করা যাবে। টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী দখলমুক্ত করতে ব্যাপকভাবে জনসচেতনতা গড়ে তোলা হয়েছে। যার ফলশ্রুতিতে এখন অবৈধ দখলদাররা তাদের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছে। গত ২৯ নভেম্বর থেকে লৌহজং নদী দুই পাড়ে উদ্ধার অভিযানে দুই কিলোমিটার নদী উদ্ধার হয়েছে। সাথে সাথে খনন কাজ চলছে। আস্তে আস্তে ৭৬ কিলোমিটার নদীও দখলমুক্ত করে এর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
তিনি গতকাল লৌহজং নদীর বেড়াডোমা ব্রিজ সংলগ্ন এলাকা পরিদর্শন ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো: মাহবুব আলম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।