Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফুলপুরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন, দাখিলে ০৬

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ৫:৪৪ পিএম | আপডেট : ৫:৫৮ পিএম, ২৮ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে সোমবার প্রকাশিত এসএসসি পরিক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন শিক্ষার্থী। এর মাঝে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৮৯জন, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, শালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ০১ জন, বালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বওলা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, রহিমগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৫ জন, সুতারপাড়া ইচ্চ বিদ্যালয় থেকে ২ জন, পুড়াপুটিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, বাশাটী উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, মিচকিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, পাগলা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন, গ্রামাউস মডেল একাডেমি থেকে ১১ জন ও বাঘেধরা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে বলে উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর জানান। ফুলপুর উপজেলায় এবার ২৮ টি স্কুল থেকে এসএসসি পরিক্ষায় মোট ২১৭৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১৭৪৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮০.১৪%।

ফুলপুর উপজেলায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মাঝে ফুলপুর মহিলা কামিল মাদ্রাসা থেকে ৩ জন, হরিণাদী এমদাদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ১ জন, নারিকেলী দাখিল মাদ্রাসা থেকে ১ জন ও রামসোনা দাখিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় ফুলপুর উপজেলার ২০ টি মাদ্রাসা থেকে ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩১৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৯.৮২%।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ