বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৫ দশমিক ৭৫ শতাংশ। ঘোষিত ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসে আনন্দ-উল্লাস করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় খুলনার ৫৮ টি কেন্দ্রের ৩৯০ শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার ৮৬৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৫ হাজার ৫২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ২৪ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী। এদিকে ফলাফল ঘোষণার পর খুলনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসতে শুরু করে শিক্ষার্থীরা। ফলাফল হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। এ সময় শিক্ষার্থীরা ঢোলের তালে নেচে গেয়ে উল্লাস করে। ঘোষিত ফলাফলে আনন্দিত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
এদিকে, এসএসসি পরীক্ষার ফলাফলে খুলনার স্কুলগুলোতে পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। যশোর বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, খুলনার স্কুলগুলো থেকে ১২ হাজার ৮০৯ জন ছাত্রের মধ্যে পাশ করেছে ১২ হাজার ১৮৬ জন। ছেলেদের পাশের হার ৯৫ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে ১২ হাজার ৭১৪ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ১২ হাজার ২৫৩ জন। মেয়েদের পাশের হার ৯৬ দশমিক ৩৭ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।