Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বোর্ডে পাশের হারের সাথে জিপিএ-৫ কমল বরিশাল ক্যাডেট কলেজে জিপিএ-৫ শতভাগ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ৪:৩৮ পিএম

করোনা মহামারীর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিকের দ্বিতীয় পরিক্ষায় পাশের হার গত বছরের চেয়ে দশমিক ৫৮ ভাগ হ্রাস পেয়ে ৮৯.৬১%-এ স্থির হল। এবারো যথারীতি ছেলেদের চেয়ে মেয়েরা আশাতীত ভাল ফল করেছে। এ শিক্ষা বোর্ডে গড় পাশের হার এবার ৮৯.৬১% হলেও মেয়েদের সাফল্যের হার ৯৬,৬৭%। এমনকি বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৬.৬৭ হলেও সেখানেও মেয়েদের পাশের হার ৯৭.২২%। বিজ্ঞান বিভাগে ছেলেদের পাশের হার ৯৬.১২%। তবে গত বছরের চেয়ে এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫’এর সংখ্যাও দেড় শতাধিক হ্রাস পেয়ে ১০ হাজার ৬৮’তে সীমাবদ্ধ হয়েছে। গত বছর এ শিক্ষা বোর্ডে ১০ হাজার ২১৯ জিপিএÑ৫ সহ পাশের হার ছিল ৯০.১৯%। যা এযাবতকালের সর্বোচ্চ। আর ২০২০ সালে ৪,৪৮৩ জিপিএ-৫ সহ পাশের হার ছিল ৭৯.৭০%।

তবে বরিশাল ক্যাডেট কলেজের ৫৪ ছাত্রের সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠনটির সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সোমবার সারা দেশের সাথে বরিশাল শিক্ষা বোর্ডের ২০২২ সালের মাধ্যমিক পরিক্ষার ফল প্রকাশিত হবার পরে উচ্ছসিত সাধারন ছাত্র-ছাত্রীদের সাথে অভিবাবক মহলও।
এবারে বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি পরিক্ষায় ৯৪ হাজার ৮৭১ অংশগ্রহনকারীর মধ্যে সব বিভাগে মেয়েদের গড় সাফল্য হার ৯১.১৬% হলেও ছেলেদের তা ৮৭.৯৬%। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সংখ্যা ৬ হাজার ১৮৭ হলেও ছেলেদের ক্ষেত্রে তা প্রওায় অর্ধেক, ৩ হাজার ৮৮১। তবে এবার বিজ্ঞান বিভাগে মেয়েদের পাশের হার এযাবতকালের সর্বোচ্চ ৯৭.২২%। ছেলেদের সাফল্য ৯৬.১২%। ব্যাবসায় শিক্ষা বিভাগে মেয়েদের সাফল্য হার ৯৬.১৮% হলেও ছেলেদের ৯৩.৩৫%। আর মানবিক বিভাগে মেয়েদের সাফল্যের হার ৮৮.০২% হলেও ছেলেরা অনেক পিছিয়ে, মাত্র ৮২.০২%।
বরিশাল বোর্ডে এবারো জিপিএ-৫ নিয়ে সাফল্য হারে বিজ্ঞান বিভাগেই ৮ হাজার ২২১ ছাত্রÑছাত্রী উত্তীর্ণ হয়েছে। যারমধ্যে ৪,৬৯৬ ছাত্রী। মানবিক বিভাগে ১ হাজার ৩২৮ এবং ব্যাবসায় শিক্ষা বিভাগে মাত্র ৫১৯ ছাত্রÑছাত্রী জিপিএ-৫ লাভ করেছে। প্রতিটি বিভাগেই মেয়েরা এগিয়ে।
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ১ হাজার ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪ হাজার ৮৭১ ছাত্রÑছাত্রী ১৮৭টি কেন্দ্রে অংশ নিলেও এবারের এসএসসি পরিক্ষায় শূণ্য পাশের হারের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। ১৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রীই পাশ করেছে। যারমধ্যে বরিশাল জেলায়ই ৪০টি হলেও গড় পাশের হারে এ জেলার অবস্থান এবার ৪র্থ। ভোলার ৩৩টি, পিরোজপুরে ৩২, বরগুনার ২০, ঝালকাঠীর ১৩টি ও পটুয়াখালীর মাত্র ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রী এবারের মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। তবে এবার বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরিক্ষায় ১ হাজার ৫৪৯ ছাত্রÑছাত্রী অংশ গ্রহনই করেনি।
এবারের মাধ্যমিক পরিক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৪Ñ<৫ গ্রেডে উত্তীর্ণের সংখ্যাই সর্বোচ্চ, ২৭ হাজার ৫১৮ জন। দ্বিতীয় সর্বাধীক জিপিএ ৩.৫Ñ<৫ গ্রেডে উন্নীত হয়েছে ১৭ হাজার ১৭৪ জন। আর সর্বনি¤œ ১Ñ<২ গ্রেডে পাশ করেছে সর্বনি¤œ সংখ্যক মাত্র ১ হাজার ৩২ জন ছাত্রÑছাত্রী।
জেলাওয়ারী ফলাফলে ৯২.৫২% সাফল্য নিয়ে ভোলার অবস্থান ৬ জেলার শীর্ষে। জেলাটির ২১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ হাজার ৪০১ ছাত্রÑছাত্রী মাধ্যমিক পরিক্ষায় অংশ নেয়। বোর্ডের দ্বিতীয় অবস্থানে পিরোজপুরের ২৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৯৭৮ ছাত্রÑছাত্রীর পাশের হার ৯১.৮৩%। তৃতীয় অবস্থান বরগুনার ১৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৮৯ ছাত্রÑছাত্রীর পাশের হার ৯০.৭৩%। ৪র্থ অবস্থানে বিভাগীয় সদরের বরিশাল। জেলাটির ৪১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ হাজার ৬৩২ ছাত্রÑছাত্রীর গড় পাশের হার ৯০.৫৪%। ৫ম অবস্থানে দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীর ১৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৪৭০ ছাত্রÑছাত্রীর গড় পাশের হার ৮৬.৯৩%। আর দক্ষিণাঞ্চলে ৬টি জেলার সবার নিচে এবার পটুয়াখালীর অবস্থান। জেলাটির ২৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের গড়হার ৮৪.২৩%। অংশগ্রহনকারী ছাত্রÑছাত্রীর সংখ্যা ছিল ১৫ হাজার ৪৬৯। বিগত উচ্চ মাধ্যমিক পরিক্ষায়ও পটুযাখালী জেলার অবস্থান ছিল ৬ জেলার সর্ব নি¤েœ।
সোমবার বরিশাল শিক্ষা বোর্ডের এবারের মাধ্যমিক পরিক্ষার ফলাফল ঘোষনার পরে শিক্ষা প্রতিাষ্ঠানগুলোতে উচ্ছাশের বণ্যার সাথে কিছু ছাত্রÑছাত্রী কাঙ্খিত ফল না করায় চোখের পানি ধরে রাখতে পারেনি। অভিবাবকগনও সন্তানের সাফল্যে যেমনি খুশি ছিলেন, তেমনি অনেকেই চোখের পানি ফেলেছেন নিরবে।ব
রিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের প্রায় সব মিষ্টির দোকানই দুপুরের পরপরই ফাঁকা হয়ে গেছে। ২৮-১১-২০২২.



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ