Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মাদারীপুরে ইজতেমা সমাপ্ত

আখেরি মোনাজাতে লাখো মানুষের সমাগম

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : আকাশ ছিল মেঘমুক্ত, ভোর থেকে কিছুটা কুয়াশা থাকায় ছিলো গায়ে কাঁটা দেওয়া কনকনে ঠা-া হাওয়া। তাই ভোর থেকেই গায়ে গরম কাপড়, টুপি-মাফলারে কান-মাথা ঢেকে অসংখ্য মানুষ যাচ্ছিলেন কুমার নদের সন্নিকটে মাদারীপুরের এ আর হাওলাদার জুটমিল ময়দানে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল থেকে প্রবলতর হচ্ছিল এই জনস্রোত। আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতেই লাখো মানুষের ঢল নামে। মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয় এ ইজতেমা।
শনিবার আখেরি মোনাজাতে অংশ নিতে বরাবরের মতোই ভোর থেকেই মাদারীপুর শহর ও এর আশপাশের এলাকা বরিশাল, চাঁদপুর, গোপালগঞ্জ, ফরিদপুর থেকে অসংখ্য মানুষ ইজতেমা মাঠের দিকে যাত্রা শুরু করেন। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যেই মোনাজাত শুরু হবে। সে কারণে যাঁরা ইজতেমায় অংশ নিতে পারেননি, শুধু আখেরি মোনাজাতে অংশ নিতে চান, তারা একটু আগেভাগেই ঘর থেকে যাত্রা শুরু করেছিলেন। সকাল নয়টা নাগাদ মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড ও  মাদারীপুর সদর থানা থেকে মাদারীপুর জজকোর্টের সামনে অবধি সড়ক জনসমুদ্রে পরিণত হয়। পেট্রোল পাম্প  থেকে ইজতেমা ময়দান পর্যন্ত স্বাভাবিক যানবাহন চলাচল ৪ঘন্টা পর্যন্ত বন্ধ করা  হয়েছিল। রাস্তার পাশে ও ইজতেমার ময়দানের সীমানার দুই পার্শ্বে টাঙানো ছিল মাইক। তাতে শোনা যাচ্ছিল মোনাজাতের আগে শেষ পর্যায়ের হেদায়তি বয়ান। লোকজন পথের বিভাজকের ওপর, দুই পাশে এবং একপর্যায়ে সারা পথে বসে পড়েছিলেন খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা যে যা পেয়েছেন তাই বিছিয়ে। সকাল ৯টায় শুরু হয় হেদায়তি বয়ান। চলে একটানা ২ ঘন্টা। বয়ান করেন ঢাকার কাকরাইল মসজিদের আহলে শূরা কমিটির সদস্য মাওলানা ওমর ফারুক। এছাড়া বুধবার থেকে শনিবার সকাল পর্যন্ত মাদারীপুর জেলা মার্কাস মসজিদের হাফেজ আবদুল জলিল, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল মজিদ,পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওয়াসেউদ্দিন আমবয়ান ও মূল বয়ানে অংশ নেন। এরপর ১ ঘন্টা পার হয় নতুন করে জামাতবন্দী হওয়া সাথীদের তসকিল।
আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী ইজতেমা ময়দানের আশপাশ, বিভিন্ন মিলকারখানা, বাসা-বাড়ীতে ও বিভিন্ন দালানের ছাদে বসে আখেরি মোনাজাতে অংশ নেন। মাদারীপুর জেলা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাদারীপুর জেলা প্রশাসকসহ তার দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর মেয়রসহ বিভিন্ন নেতৃস্থানীয়রা মোনাজাতে অংশ নেয়। জর্দান ও সউদি আরব থেকে আগত তবলীগ জামাতের সাথীরাও অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ