Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পিতা-পুত্রের ঝগড়া থামাতে গিয়ে চাচা নিহত

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : পারিবারিক কলহের জের ধরে পিতা-পুত্রের ঝগড়া থামাতে গিয়ে নেত্রকোনার কলমাকান্দায় ভাতিজার আঘাতে চাচা শাহজাহান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ভাতিজা হৃদয়কে আটক করা হয়েছে। শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বাউশাল পশ্চিমপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
কলমাকান্দা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, নিহত শাহজাহানের ভাই জসিম উদ্দিন ও পুত্র হৃদয়ের পারিবারিক কলহের জের ধরে বাগি¦ত-া হয়। এ সময় চাচা শাহজাহান ঝগড়া থামাত গেলে ভাতিজা হৃদয় ও তার অন্য ভাইদের ধারালো আস্ত্রের আঘাত পায়। পরে শাহজাহানকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার বারহাট্টা সার্কেল এ কে এম মামুন চিশতি জানান, কলমাকান্দায় খুনের ঘটনায় নিহতের ভাতিজা হৃদয়কে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ