Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন-বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ড. গালিব

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অব্যাহত গণহত্যা ও নিকৃষ্টতম বর্বরতার প্রতিবাদে এবং তাদের জন্য পৃথক আরাকান রাষ্ট্র ঘোষণাসহ শনিবার সকালে সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি উপরোক্ত আহ্বান জানান আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিব। তিনি বলেন, আরাকানের মগ দস্যুদের দ্বারা একসময় এদেশের মানুষ নির্যাতিত হয়েছিল, আজও সেই মগ দস্যুদের দ্বারা আরাকানের মুসলমানরা নির্যাতিত হচ্ছে। তিনি মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের নির্যাতন থেকে রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় স্থায়ী পদক্ষেপ নিতে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বাংলাদেশ সরকারের নীরব ভূমিকার সমালোচনা করে বলেন, দয়া করে মানবিক হোন। গণতন্ত্রী হওয়ার চেয়ে মানবিক হওয়া অধিক জরুরি। হিংস্র হায়েনাদের মুখ থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের বিতাড়িত না করে তাদেরকে আশ্রয় দিন। রাষ্ট্রীয় কোষাগারের পয়সার প্রয়োজন নেই, এদেশের মানুষ চাঁদা তুলে তাদের খাদ্য-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। সমাবেশে নিম্নোক্ত দাবিগুলো পেশ করা হয়Ñ সাম্প্রতিক গণহত্যা বন্ধে মিয়ানমারের উপর সকল প্রকারের কূটনৈতিক চাপ প্রয়োগ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয় এবং প্রয়োজনে তাদের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়, বিতাড়িত রোহিঙ্গাদের মিয়ানমারে পুনরায় ফেরত না পাঠানোর জন্য এবং তাদেরকে সম্মানজনক পুনর্বাসন ও মানবিক সহযোগিতা প্রদানের জন্য সরকার ও জনগণের প্রতি আকুল আবেদন জানানো হয়। আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপ্যাল নূরুল ইসলামের পরিচালনায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার স¤পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ স¤পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, দফতর স¤পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, রাজশাহী-পশ্চিম সাংগঠনিক জেলা সভাপতি অধ্যাপক দুররুল হুদা প্রমুখ।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ