Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সমৃদ্ধ কনটেন্ট এবং সফটওয়্যারের সমন্বয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ে এলএমএস চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

সমৃদ্ধ কনটেন্ট এবং সফটওয়্যারের সমন্বয়ে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) চালুর কার্যক্রম গ্রহণ করেছে জাতীয় বিশ^বিদ্যালয়। এ লক্ষ্যে গত শনিবার রংপুরে মাহিগঞ্জ কলেজের মিলনায়তনে জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এলএমএস বাস্তবায়নে ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত রংপুর অঞ্চলের সরকারি, বেসরকারি এবং প্রফেশনাল কলেজের ৬২ জন অধ্যক্ষ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, এলএমএস কার্যক্রম চালুর ফলে শিক্ষার্থীরা আরও বেশি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে শিক্ষাগ্রহণ করতে পারবে। নিজেদের সমৃদ্ধ করতে পারবে। ই-লাইব্রেরি, ই-জার্নাল থেকে শুরু করে শিক্ষা ও গবেষণা সম্পর্কিত সকল সুযোগ তারা গ্রহণ করতে পারবে। পাশাপাশি তারা আউট সোর্সিং করে ইনকামের সুযোগ পাবে। নিজেদের মতো করে কনটেন্ট তৈরির সুযোগও তৈরি হবে। শুধু তাই নয়, প্রান্তিক অঞ্চলে যারা ইন্টারনেট সুবিধার বাইরে আছে তাদেরকেও এই সমন্বিত সফটওয়্যারের মধ্যে নিয়ে আসা যাবে। যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনো ইন্টারনেট সুবিধার ঘাটতি রয়েছে সেগুলো পুরণের বিকল্প ব্যবস্থা এই প্রকল্পে থাকবে। এর ফলে সকলের সমান সুযোগ নিশ্চিত হবে।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী সমাজ কাঠামো কেমন হবে সেটি নির্ভর করছে আমরা শিক্ষার্থীদের কীভাবে তৈরি করছি। শিক্ষকরা সমাজের মহৎ পেশায় নিয়োজিত। তারা একজন শিক্ষার্থীকে অন্তদর্ৃৃষ্টি দিয়ে দেখে আগামীর বাংলাদেশের সমাজ এবং মানস তৈরিতে ভূমিকা রাখতে পারেন। যে চিন্তা, চেতনা, ভাবনা দিয়ে শিক্ষার্থীকে বড় করছেন সেই চেতনায় আগামীর ৫০ বছরে বাংলাদেশ দাঁড়াবে। সে যদি সততার শিক্ষা পায়, নৈতিকতার শিক্ষা পায়, তাহলে আগামী দিনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি অসততার শিক্ষা পায় তাহলে আগামী দিনে বাংলাদেশ গভীর সংকটে পড়বে। সুতরাং শিক্ষার্থীদের যে অ্যাকাডেমিক শিক্ষা, নৈতিক শিক্ষা আপনারা দিচ্ছেন তার বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ তৈরি হবে।’

মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে জাতীয় বিশ^বিদ্যালয়ের তথ্য-প্রযুুক্তি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তীসহ রংপুর বিভাগের ৬২টি কলেজের অধ্যক্ষ কর্মশালায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ