বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হত্যা মামলা নিবিড় তদারকির মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেয়া হয়। পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় অংশ গ্রহন করেছেন এমন দু’জন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইনকিলাবকে বলেন, সম্প্রতি সময়ে দেশে বেশ কিছু নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হত্যার পর লাশ টুকরো টুকরো করা এবং সাগরে ফেলে দেয়ার মত নিষ্টুর ঘটনাও ঘটে। এসব নৃশংস হত্যাকান্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রতিক্রিয়া দেখাচ্ছেন সাধারন মানুষ। এসব কারনে নৃশংস হত্যাকান্ডের রহস্য উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে।
সভায় অংশ গ্রহনকারী একজন ডিআইজি ইনকিলাবকে বলেন, সভায় দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অধিক সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) অক্টোবর মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। সভায় উত্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসের তুলনায় ডাকাতি, হত্যা, ধর্ষণ ও নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।