Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংসদের হুইপ স্বপনের বিতর্কিত ‘বচন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন আলোচিত নেতা হয়ে উঠেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী তো বটে তিনি দেশের মানুষের কাছেও আলোচিত হচ্ছেন নানা বক্তব্য দিয়ে। তিনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ, আওয়ামী লীগ চালানোর পাশাপাশি মাঠের বিরোধী দল বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে দাবি করেছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ বিতর্ক হচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে ‘নাচের পুতুল’ বানিয়েছেন। এরশাদের স্ত্রী রওশন এরশাদ এখনো আওয়ামী লীগের বি-টীম হিসেবে জাতীয় পার্টিকে পরিচালনা করার চেষ্টা করছেন। কিন্তু জিএম কাদের জনগণের পক্ষে কথা বলায় তার ওপর দল পরিচালনার নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এখন দাবি করা হচ্ছে বিএনপিও পরিচালনা করেন শেখ হাসিনা?
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত জয়পুরহাটের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের আগে ‘হযরত’ শব্দ যোগ করার প্রস্তাব দিয়েছিলেন। সংসদে সে প্রস্তাব গ্রহণ করা না হলেও এ নিয়ে ব্যাপক বিতর্ক হয় দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের আলেম-ওলামারা এ নিয়ে তীব্র প্রতিবাদ করেন।
গতকাল রোববার আবু সাঈদ আল মাহমুদ স্বপন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি অসুস্থ বিএনপির নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। মির্জা ফখরুল একবার শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এমনকি প্রধানমন্ত্রী দেশ পরিচালনার পাশাপাশি মাঝে মাঝে বিএনপিকেও পরিচালনা করে থাকেন।
এর আগে গত ২৪ নভেম্বর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সরকার, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান বা নেতাকর্মীদের ভুল অথবা আচরণগত কারণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা মানুষ, আমরা বাঙালি। আমরা ফেরেশতাও না, শয়তানও না। ফেরেশতা ভুলেও মন্দ কাজ করতে পারেন না, শয়তান ভুল করেও ভালো কিছু করতে পারে না। মানুষ মাত্রেরই ভুল হয়। আমরাও ভুলের ঊর্ধ্বে নই। আওয়ামী লীগে কিছু মন্দ মানুষ আছে। দু’চারজনের কারণে আমাদের শাস্তি দেবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ