Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো ঢাকা সিটি স্কুল

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা সিটি স্কুল ও দি সান কোচিং সেন্টারের উদ্যোগে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার ঢাকার মিরপুর ১০নম্বর সেকশনের মুকুল ফৌজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা সিটি স্কুলের প্রিন্সিপাল আলমগীর হোসেন হেলাল বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, এটি এম মোস্তফা, কামরুল আমান ও এম এ মজিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনাতা আন্দোলনে তারে অংশগ্রহণ ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের  স্মৃতিচারণ করেন। দি সান ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম গুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরপুরের জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠের তত্ত্বাবধায়ককে এম নাসির উদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম, দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক জামান সৈয়দী, ঢাকা মেট্রোপলিটন স্কুলের চেয়ারম্যান মীর আব্দুল মালেক, রেনেসাঁ প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো.মাইনুল ইসলাম, ঢাকা সিটি স্কুলের উপদেষ্টা সোহরাব মাতব্বব, ইংলিশ মেডোর পরিচালক শেখ মো.শরীয়ত উল্লাহ অসিম প্রমুখ। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ