Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার খোকসায় রাসায়নিক পদার্থ মিশিয়ে গুড় তৈরি, দুজনের জেল-জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ৯:১৩ পিএম

কুষ্টিয়ার খোকসায় রাসায়নিক পদার্থ মিশিয়ে আখের গুড় তৈরির অপরাধে দুজনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও অন্যজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উজ্জ্বল বিশ্বাস ও জয়নাল আবেদীন। উজ্জ্বল বিশ্বাস পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো সড়কের দিলীপ বিশ্বাসের কারাখানার ম্যানেজার।

এ বিষয়ে রিপন বিশ্বাস জানান, আখের গুড়ের সঙ্গে ক্ষতিকর ফিটকারি, রং, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে গুড় তৈরির অপরাধে উজ্জ্বল বিশ্বাসকে ৬ মাসের কারাদণ্ড এবং ক্রেতা জয়নাল আবেদীননকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ