রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশালের ছয় সাংবাকিদের নামে মামলার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। গতকাল রোববার সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে জানানো হয়, বরিশালের চাকরিচ্যুত সার্ভেয়ার এম এম মোতালেব হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় গত ২১ নভেম্বর বরিশালের ৬ সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই সার্ভেয়ার। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। এ ঘটনায় বরিশালসহ বিভাগের সকল সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেস ক্লাবের সভাপতি এনায়েত করিম, সহ-সভাপতি ইউসুফ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মনু ও সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ।
মানববন্ধনে মামলা থেকে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদি হাসানসহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে সার্ভেয়ার মোতালেব হোসেনের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।