Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি না এলেও নির্বাচন হয়ে যাবে : নজিবুল বশর এমপি

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেছেন, বিএনপি না এলেও আগামী নির্বাচন ঠিক সময়ে হয়ে যাবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, আমিও এমপি হবো। এতে কোন সন্দেহ নেই। গত শনিবার দুপুরে ফটিকছড়ির নব গঠিত খিরাম ইউনিয়নের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পানির নিচে ট্যানেল ও পদ্মা সেতু কেউ চিন্তা করেনি। শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে চিনে।
খিরাম ইউপির প্রথম চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির রাহমান সানি, জেলা আ.লীগ নেতা সৈয়দ মো. বাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন প্রমুখ। নানুপুর-খিরাম কার্পেটিং সড়ক, শান্তিনীড় আশ্রয়ণ প্রকল্প, খিরাম উচ্চ বিদ্যালয় ভবন উদ্বোধন ও ইমাম আবু হানিফা সরকারি প্রাথামিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে। গত তিন বছরে এই খিরামে ২৫ কোটি টাকার কাজ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ