রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিলেট-৫ আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন, শিক্ষা হচ্ছে উন্নয়নের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে ওপরে ওঠতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে ভালোভাবে। তাই তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে আমাদের সবাইকে। গতকাল রোববার দুপুরে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে কবির চৌধুরী ভবন উদ্বোধন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সমাজসেবী হাসান আহমদ চৌধুরী ও বিদ্যালয়ের ভবনদাতা কবির আহমদ চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।