Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আমৃত্যু অভিনয় করে যেতে চাই-এস এ আরেফিন

রিয়েল তন্ময়

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৬ এএম


অভিনেতা এস এ আরেফিনের শুরুটা হয়েছিলো মঞ্চ দিয়ে। প্রথমে উত্তরা থিয়েটারে তারপর থিয়েটার স্কুলে ১০ম ব্যাচের সদস্য হিসেবে কাজ করেছেন। এরপর নট্যদল নাট্যকেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছেন। মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন। মঞ্চের পাশাপাশি টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে তিনি অভিনয় করছেন প্রচার চলতি দীর্ঘ ধারাবাহিক নাটক ‘শর্টকাট সাকসেস’-এ। অনন্য ইমন পরিচালিত এ নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহ¯পতিবার এসএ টিভিতে রাত ৮ :৩০ মিনিটে নাটকটি প্রচারিত হয়। এছাড়া আরেফিন অভিনয় করেছেন, সেই রকম ঘুষখোর, কাঠ পুতুলের গল্প, ইন্টার মিডিয়েট থার্ড ইয়ার, উচ্চতর ভালোবাসা, চোখের নাম রেইনকোট, সি লাভ মি, টেক কেয়ার গোলমরিচ, নায়ক ইত্যাদি নাটকে। কিছুদিন আগে ফ্যামেলি ফ্যান্টাসি নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন। নাটকটি দেশ টিভিতে প্রচার হয়েছিল। নাটক ছাড়াও বেশ কিছু টিভিসিতেও দেখা গেছে এস এ আরেফিনকে। তারমধ্যে উল্লেখযোগ্য এলজি বাটারফ্লাই, বাংলাদেশ ব্যাংক, আরএফএল রয়্যাল চেয়ার, জয়া ন্যাপকিন, ব্যাংক এশিয়া ইত্যাদি। আরেফিন বলেন, একজন অভিনেতা হওয়ার স্বপ তরুণ বয়স থেকেই। এজন্য নিজেকে মঞ্চের সাথে যুক্ত করেছিলাম। তারিক আনাম খান আমার গুরু। তার সান্নিধ্য পেয়েছি। প্রতিনিয়ত অনেক কিছু শিখছি। দেশের আরও অনেক বরেণ্য অভিনয়শিল্পীদের সান্নিধ্যে থেকে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। এরইমধ্যে বেশ কিছু কাজ করেছি যা একজন অভিনেতা হিসেবে আমাকে আনন্দ ও তৃপ্তি দিয়েছে। ভবিষ্যতে এই ধারবাহিকতা বজায় রাখতে চাই। দর্শকদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে এমন চরিত্রে অভিনয় করতে চাই। অভিনয় আমার রক্তে মিশে আছে। আমৃত্যু এই কাজটি করে যেতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ