Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরলোকে গ্র্যামি জয়ী সঙ্গীত শিল্পী পাবলো মিলানেস

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৬ এএম

বিনোদন জগতে ফের শোকের ছায়া মারা গেলেন হলিউডের গ্র্যামি বিজয়ী সঙ্গীত শিল্পী পাবলো মিলানেস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। কিউবার সঙ্গীতের নবজাগরনের পুরোধা ছিলেন পাবলো মিলানেস। সঙ্গীতের কাব্যিক ভাষা এবং সুমধুর কণ্ঠের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাঁর গানগুলি পাব্লিতো নামে পরিচিত ছিল। দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন পাবলো মিলানেস। শিল্পীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর মৃত্য্যুর খবর নিশ্চিত করা হয়। পাবলো মিলানেসের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ ট্যুইট বার্তায় পাবলো মিলানেসের মৃত্যুতে শোক প্রকাশ করেন। ১৯৪৩ সালে পূর্ব কিউবান শহরের বায়ামোতে জন্মগ্রহণ করেন পাবলো মিলানেস। দরিদ্র পরিবারে ৫ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন পাবলো। ছোট বেলা থেকেই তাঁর সঙ্গীতের বিষয়ে তাঁর দক্ষতা প্রকাশ পায়। মাত্র ছয় বছর বয়স থেকে পাবলো কিউবার রেডিও এবং টেলিভিশনে সঙ্গীতানুষ্ঠানে অংশ নিতে শুরু করেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি ওই সকল প্রতিযোগিতায় বিজয়ী হতেন। পরবর্তীকালে প্রথাগত শিক্ষার পরিবর্তে স্থানীয় পাড়ায় বোহেমিয়ান সঙ্গীত শিল্পীদেরকেই পাবলো তাঁর সঙ্গীত জীবনের অনুপ্রেরণা হিসেবে কৃতিত্ব দিতেন। ১৯৭০ সালে পাবলো তাঁর তৎকালীন প্রেমিকা ইয়োলান্ডা বেনেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে ল্যাটিন আমেরিকান ইয়োলান্ডা গানটি রচনা করেন। পরবর্তীকালে তিনি জানিয়েছিলেন, ইয়োলান্ডা আমার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় গান ছিল। তার অন্যান্য জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যত ইয়ো নো তে পিডো, লস অ্যানোস মোজোস প্রভৃতি। ২০১৫ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরষ্কার অর্জন করেন এছাড়াও একাধিক ল্যাটিন গ্র্যামি পুরস্কার লাভ করেন পাবলো মিলানেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ