Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষজ্ঞ না থাকায় অনেক ক্ষেত্রেই রোগীরা সঠিক রিপোর্ট পাচ্ছে না

ক্লিনিক্যাল প্যাথলজিস্টদের কনফারেন্সে বিশেষজ্ঞরা

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সঠিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য অপরিহার্য হচ্ছে সঠিক ও মানসম্পন্ন পরীক্ষা। মানসম্পন্ন পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞ। কিন্তু বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট (ল্যাবরেটরি মেডিসিন)-এর অভাবে অনেক ক্ষেত্রেই রোগীরা সঠিক রিপোর্ট পাচ্ছে না। তাই সোসাইটি অফ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট (এসসিপি)-এর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষ জনবল তৈরিসহ উন্নত ল্যাবরেটরি সার্ভিস প্রদান করা। সঠিক ও দক্ষ জনশক্তি গড়ে তুলে চিকিৎসা বিজ্ঞানের এ শাখাকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং অর্থবহ করে তোলা।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন হলে সোসাইটি অফ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট (এসসিপি)-এর ২ দিনব্যাপী ৩য় কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবুল কালাম আজাদ, বিএমএ-এর মহাসচিব প্রফেসর ডা. এম ইকবাল আর্সলান, ভারতের এইমস-এর প্রফেসর ডা. এ কে মুখোপাধ্যায়। অতিথি হিসেবে ছিলেন মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. এ এসএম মতিউর রহমান। সভাপতিত্ব করবেন সোসাইটির সভাপতি প্রফেসর ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মেজর জেনারেল প্রফেসর ডা. দেবাশীষ সাহা। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. কুদ্দুসুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. দেবতোষ পাল।  
বক্তারা জানান, বাংলাদেশে বড় সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দেশের অনেক মানুষ রোগ নির্ণয়ের জন্য যাচ্ছে। বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট (ল্যাবরেটরি মেডিসিন)-এর অভাবে অনেক ক্ষেত্রেই রোগীরা সঠিক রিপোর্ট পাচ্ছে না। এ সোসাইটির মূল উদ্দেশ্য হলো দক্ষ জনবল তৈরিসহ উন্নত ল্যাবরেটরি সার্ভিস প্রদান করা। সঠিক ও দক্ষ জনশক্তি গড়ে তুলে চিকিৎসা বিজ্ঞানের এ শাখাকে আধুনিকায়ন, যোগোপুযোগী এবং অর্থবহ করে তোলা জরুরি। সঠিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্য অপরিহার্য হচ্ছে সঠিক ও মানসম্পন্ন পরীক্ষা। মানসম্পন্ন পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন দক্ষ বিশেষজ্ঞ, তাই প্রতিটি উপজেলা, জেলা হাসপাতালগুলো দক্ষ জনশক্তি প্রেরণের জন্য প্রস্তাবিত ২৪টি জেলায় কনসালট্যান্ট পদ সৃষ্টি করা দরকার। একজন ল্যাব মেডিসিন বিশেষজ্ঞকে হিস্টোপ্যাথলজি ছাড়াও হাসপতালের সকল দৈনন্দিন প্যাথলজিক্যাল ও জরুরি টেস্টগুলো করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে সোসাইটির সদস্য সংখ্যা প্রায় ১৮০ জন। মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও দেশের ৬৮টি জেলায় বর্তমানে ৪০টি কনসালট্যান্ট সৃষ্ট পদ আছে। এখানে ও ল্যাবরেটরি সায়েন্সের সকল ডিসিপ্লিন ¯œাতকোত্তর ডিগ্রিধারীদের পদায়ন করা প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ