Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কারাগারে আটক গারো পাহাড়ের কৃষকের ধান কেটে দিচ্ছেন- বিএনপির নেতা-কর্মীরা

ঝিনাইগাতী ( শেরপুর ) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ৪:২২ পিএম

শেরপুর গারো পাহাড়ের শ্রীবরদী উপজেলার কারাগারে আটক জানু মিয়ার দেড় একর জমির ধান কেটে দিলেন। বিএনপি ও অঙ্গদলের শতাধিক নেতা-কর্মী। শনিবার দুপুর থেকে এ রিপোর্ট লিখা পর্যন্ত উপজেলার রানী শিমুল ইউনিয়নের চক্রপুর গ্রামে ধান কেটে দিচ্ছেন নেতা-কমীগণ। রানী শিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক কামারুজ্জামান লাকু বলেন, ১৮ নভেম্বর শ্রীবরদীতে অনুষ্ঠিত তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয় জানু মিয়া। সে বিএনপির একজন কর্মী। শেরপুর জেলা কারাগারে আটক জানু মিয়ার পরিবার শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটা সম্ভব নয়। ফলে পাকা ধান নষ্ট হবার উপক্রম হচ্ছিল। এই ধানই কৃষক জানু মিয়ার সারা বছর চলার অবলম্বন। পাকা ধান কাটতে না পেরে ওই কৃষক পরিবারের সদস্যরা হতাশায়। সংবাদ পেয়ে দলের নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল স্থানীয় নেতা-কর্মীদের ওই কৃষকের ধান কেটে দেয়ার নির্দেশ দেন। নির্দেশের পর নেতা-কমীগণ ধান কেটে দেয়া শুরু করে। শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি অব্দুর রহিম দুলাল বলেন, আমাদের কর্মী জানু মিয়া গরিব কৃষক। সে পুলিশের দায়ের করা মিথ্যা মামলায় জেলা কারাগাওে অটক থাকায় জমির পাকা ধান কাটতে পারছিলোনা। আমাদের নেতা সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নির্দেশনায় স্থানীয় উপজেলা বিএনপি, যুবদল ও কৃষক দলের নেতা-কর্মীদের সহযোগিতায় জানু মিয়ার দেড় একর জমির পাকা ধান স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কেটে দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ