Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোর-ডাকাতদের কবলে দেশ

ময়মনসিংহে প্রিন্স

ময়মনসিংহ থেকে, শামসুল আলম খান : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


 বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ আজ চোর-ডাকাতদের কবলে। জনগণ ও গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে আওয়ামী লীগের উচিত একগুঁয়েমি পরিহার করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করা। অন্যথায় পরিণতির জন্য তাদেরকেই দায়ী থাকতে হবে। গতকাল সকালে ময়মনসিংহে ব্রাহ্মপুত্র নদের উজান কাশিয়ার চরে প্রান্তিক কৃষকদের মাঝে ধান ও রবিশস্যের বীজ, সারসহ কৃষিপণ্য এবং ছাগল, মুরগী বিতরণকালে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) দোয়া, আলোচনা এবং কৃষকদের মাঝে সার, বীজ, ছাগল, মুরগী বিতরণের আয়োজন করেন। প্রিন্স বলেন, দেশে আজ গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে। নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করে ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে। দুর্নীতি, লুটপাট করে দেশের অর্থনীতি লণ্ডভণ্ড করে দিয়েছে সরকার। ব্যাংকে ডলার নাই, টাকা নাই, ব্যাবসায়ীরা এলসি খুলতে পারছেনা, বিদেশে অধ্যায়নরত ছাত্রদেরকেও ডলার পাঠানো যাচ্ছে না। এরকম ভয়াবহ পরিস্থিতিতে ক্ষমতাসীনদের লুটপাট থেমে নেই। বেনামে, ভুয়া কোম্পানি বানিয়ে ব্যাংক থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করছে। অভাবের তাড়নায় গ্রাম, শহরে চুরি ডাকাতি যেমন বেড়ে গেছে, তেমনি ক্ষমতাসীনরা ছল চাতুরী করে ব্যাংকে গচ্ছিত জনগণের টাকা ডাকাতি করছে। প্রধানমন্ত্রী ঘরে চুরির ভয়ে টাকা না রেখে ব্যাংকে রাখতে বলেছেন, কিন্তু সরকারের আশীর্বাদপুষ্ট ব্যাংক ডাকাতদের আটকাতে পারছেন না।


চোর ডাকাত ঘরে, ব্যাংকে, রাস্তায়, অফিসে, ভোট কেন্দ্রে সব জায়গায়।
কৃষি বিশ্ববিদ্যালয় এ্যাবের সহ সভাপতি অধ্যাপক ড. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও কৃষিপণ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, সদস্য সচিব অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, ড. শফিকুল ইসলাম, নূরন্নবী ভূঁইয়া শ্যামল, হেলাল উদ্দিন, আবুল খায়ের দীপু, সারোয়ার হোসেন, মাহবুবুর রশিদ, এয়ার মাহমুদ, জসিম উদ্দিন জনি, সবুর, মনির আহমেদ, শাহাদাত পারভেজ, মাহবুবুর রহমান মুন্না, মাহবুবুল আলম টোরন, রফিক, অধ্যাপক ড. আবদুল কুদ্দুস, ড. শহীদুল হক, ড. রুহুল আমিন, খায়রুল হাসান ভূইয়া, ড. খায়রুল ইসলাম বাদল, ড. মনির, ড. কাফি, ড. মো.ইলিয়াস, ড. আবদুল কুদ্দুস, তোফাজ্জল হোসেন, মুরাদ হোসেন, আলী হোসেন, আহসান হাবিব প্রান্ত, দীপা, সোহেল বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ