বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে এক নারীসহ দুইজনের অপমৃত্যু হয়েছে। এদের মধ্যে বংশালে লেগুনা গাড়ির ধাক্কায় সালমা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়া তেজগাঁও পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গাছ থেকে পড়ে সানি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ সাউথ রোড এলাকায় একটি লেগুনা গাড়ির ধাক্কায় সালমা আক্তার নামে ওই নারী আহত হন। লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মেয়ে-জামাই মো. মনির জানান, তার শাশুড়ি সালমা আক্তারের স্থায়ী ঠিকানা পুরান ঢাকার মোগলটুলি এলাকায় হলেও তিনি বসবাস করতেন বংশাল মালিটোলা এলাকায়। তার স্বামীর নাম মৃত আবু মিয়া। ঘটনার পর পরই লেগুনা জব্দসহ তার চালককে আটক করেছে পুলিশ।
এদিকে গতকাল শনিবার সকাল ১১টায় তেজগাঁও পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গাছ থেকে পড়ে সানি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সানিকে হাসপাতালে নিয়ে যাওয়া ডিপিডিসি›র সহকারী প্রকৌশলী মুক্তাদির জানান, তারা ওই এলাকায় একটি প্রজেক্টের কাজ করছিলেন।
সানি তাদের লেবার। সকালে পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গাছের ডাল কাটতে মই দিয়ে গাছে ওঠেন সানি। তখন সেখান থেকে নিচে পাকা রাস্তায় পড়ে মারাত্মক আঘাত পান সানি। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।