Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণ চোরাচালানে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ১২

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঢাকার কেরানীগঞ্জে দর্শনাগামী একটি বাস থেকে ৫ কোটি টাকা মূল্যের প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা। এসময় ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্র জানায়, গত শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বাস থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক সানজিদা খানমের নেতৃত্বে পূর্বাশা পরিবহন ও রয়েল পরিবহনের এসি বাস দুটিতে থাকা ১২ জন যাত্রীর মধ্যে ৫ জনের রেক্টাম এবং ৭ জনের লাগেজের হ্যান্ডলবার, মানি ব্যাগ, কাঁধ ব্যাগের বিভিন্ন অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ৭ হাজার ৪৩২ গ্রাম বা ৬৩৭ দশমিক ১৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের নিকট স্বর্ণবার থাকার কথা অস্বীকার করেন। তবে তাদের নিকট এসব স্বর্ণ বার আমদানি বা ক্রয়ের স্বপক্ষে বৈধ কোন দলিলাদি পাওয়া যায়নি। পাসপোর্ট অনুসারে আটককৃত যাত্রীরা হলেন-রাহাত খান (৩৩), মোহসিন আল মাহমুদ (২৯), কাজী মামুন (৩৪) ও সৈয়দ আমীর হোসেন (৩৪), শামীম (২৩), মামুন (৩৭), বশির আহমেদ কামাল (৩৭), মামুন সরকার (৩৭), আতিকুর রহমান মীনা (৪২) এবং ভারতীয় তিনজন নাগরিক নবী হুসাইন (৪৬), শাহাজাদা (৪৭) ও মোহাম্মদ ইমরান (৩৭)। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা মাত্র। আটকের বিষয়ে কাস্টসম আইন ১৯৬৯ অনুযায়ী বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সাথে আটককৃত আসামীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ