Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সম্পাদকের উপর হামলা ও নয়ন হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৯:২৪ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলা ও ছাত্রনেতা নয়ন হত্যার প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের সদর থানা, পৌর, সরকারি কলেজ ও আদর্শ কলেজ শাখা যৌথভাবে শনিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সদর থানা ছাত্রদলের আহবায়ক মাহফুজ হাসানের সভাপতিত্বে জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সী মাহমুদুর রহমান তিতাশ, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম রাব্বি, পৌর ছাত্রদলের আহবায়ক রূবেল হাসান, সদস্য সচিব নবির হোসেন, সবকারি কলেজ শাখার আহবায়ক টিপু সুলতান, আদর্শ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক তুষার আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, জেলা যুদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরেজ আহম্মেদ, সদর বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার, যুবদলের সহ সভাপতি মাহফুজুল ইসলাম ডলার। যুবদলের গন শিক্ষা বিষয়ক সম্পাদক ছবির হোসেন প্রমু্খ। মিছিলটি রেজিস্ট্রি অফিস প্রাঙ্গন থেকে জুতাপট্রি জেটিসি সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে যোগ দেয়। মিছিলে নেতা কর্মীরা বর্তমান সরকারকে পৃথিবীর সেরা সৈরাচার উল্লেখ করে এ সরকারকে অবিলম্বে উচ্ছেদে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে নেতাকর্মীদের আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ