রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজার তিন ঘণ্টা পর আবু বকর সিদ্দিক নামে ৫ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শহরের কান্দিপাড়া এলাকায় পাশের বাড়ির টিউবওয়েলের কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির লোকজন পাশের বাড়ির টিউবওয়লের পাশে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তবন্দি দেখতে পায়। পরে তারা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তে দাগ পাওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির গভীর তদন্ত চলছে। দ্রুত রহস্য উদঘাটন করে ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের পিতা হাসান মিয়া বাদী সদর মডেল থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাব্বির এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। আরো তথ্য উপাত্ত সংগ্রহের জন্য তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।