Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় নিহত বিএনপি কর্মী জিকোর পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ৭:৪৫ পিএম

খুলনায় বিএনপির গণসমাবেশে ট্রলারযোগে নদী পথে আসার সময় আ;লীগের হামলায় নিহত ফুলতলা ইউনিয়ন বিএনপির কর্মী শেখ সাজ্জাদুর রহমান জিকোর দুই শিশু কন্যার লেখাপড়াসহ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলতলার পায়গ্রামকসবা গ্রামস্থ নিহত জিকোর বাড়িতে যান। এ সময় নিহত জিকোর বৃদ্ধ মাতা সুফিয়া বানু স্ত্রী লাবনী আফরোজ, শিশু কন্যা সানজিদা আক্তার তোয়া (৭) ও তানজিদা আক্তার তাহা (৩) কে শান্তনা, পরিবারের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। জনগণের বিজয় সুনিশ্চিত জেনে তারা পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। নিজেদের পতন ঠেকাতে বিএনপির নিরাপরাধ কর্মীদের নৃশংসভাবে হত্যা করছে। দেশ নায়ক তারেক রহমান নিহত, আহত ও অসহায় পরিবারের পাশে আছে এবং থাকবে।

নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু , খান জুলফিকার আলী জুলু, আশরাফুল আলম নান্নু, এস রহমান বাবুল, ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিএনপি নে তা মনির হাসান টিটো, আনোয়ার হোসেন বাবু, অহিদুজ্জামান নান্না, জিএম শফিকুল ইসলাম, সাব্বির হোসেন রানা, মোতাহার হোসেন কিরণ, ইব্রাহিম সরদার, শেখ আঃ হালিম, সরদার আঃ হালিম, গোলাম বকতিয়ার শেখ, যুবদল নেতা এনামুল ভূঁইয়া পারভেজ, টিটো জমাদ্দার, আফতাব উদ্দিন বিদ্যুৎ, রবিউল ইসলাম, সৈয়দ আল সাকিল, তুষার মোল্যা, ইউসুফ মোড়ল, মাসুদ রানা, তুহিন খন্দকার, ছাত্রদল নেতা আলাামিন সানা, ফয়সাল হোসেন, বিএম ইমরান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ