Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ব্যায়াম শুরু করেছেন কুদ্দুস বয়াতি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কদ্দুস বয়াতি প্রায়ই তার নানা কর্ম দিয়ে আলোচিত হন। সর্বশেষ করোনা টিকা দেয়ার সময় তার মুখের অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনের খোরাক জোগায়। এবার তিনি নিজেকে ফিট রাখতে ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম শুরু করেছেন। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে নেটিজেনরা বেশ বিনোদন পাচ্ছেন। কুদ্দুস বয়াতি বলেন, আমি এখন যোগ ব্যায়াম করছি। জিমেও যাওয়া হয়। তবে যোগ ব্যায়ামটাই আমার আসল। শুধু গান করলে হবে না। শরীর ফিট রাখতে হবে। এই জন্য ঘাম ঝড়াতে হবে। আমি ব্যায়াম করে ঘাম ঝড়াই। তিনি বলেন, আমি এখন গ্রামে আছি (নেত্রকোনার কেন্দুয়া)। গ্রামে তো আর জিম নাই। তাই এখানে আমি নিজের মতো করে ব্যায়াম করি। আবার ঢাকা গেলে জিমে ব্যায়াম শুরু করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ