Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপু কোথায় আছে কীভাবে আছে তা শাকিব জানে

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অপু বিশ্বাসের কারণে বেশ কয়েকটি সিনেমার কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। সিনেমাগুলোর নির্মাতারা না পারছেন সিনেমার কাজ শেষ করতে, না পাচ্ছেন অপু বিশ্বাসকে। চরম বিপাকে পড়ে আছেন তারা। অপুকে ছাড়া সিনেমার কাজও শেষ করতে পারছেন না। নির্মাতা জি সরকার তার নির্মাণাধীন লাভ ২০১৬ সিনেমার কাজ অপুর নিখোঁজ হওয়ার কারণে শেষ করতে পারছেন না। তিনি জানান, সিনেমাটির দু-তিনটি সিকোয়েন্স আর একটি গান বাকি। যেটাতে অপুকে প্রয়োজন। অপুর জন্য অনেক অপেক্ষা করেছি। আর না। জানুয়ারিতে আমি নিজেই শিলিগুঁড়ি যাব অপুকে খুঁজতে। শুনেছি, অপু সেখানে তার খালার বাসায় আছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আর যদি না পাই তাহলে তাকে বাদ দিয়ে সিনেমার কাজ শেষ করব। তিনি বলেন, আমার প্রযোজককে বাঁচাতে চাই। এমনিতেই চলচ্চিত্রে অর্থলগ্নি করার মানুষ কমে যাচ্ছে। তার উপর তারকারা যদি এভাবে প্রযোজকদের ক্ষতির মুখে ফেলেন তবে ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে, সবখানে শোনা যায়, শাকিব খানের কারণে এবং তার ইচ্ছায়ই অপু দেশের বাইরে রয়েছেন। শাকিব দেশের শীর্ষ নায়ক। সে শিল্পী সমিতির সভাপতি। তার কাছ থেকে এমন ব্যক্তি স্বার্থপরতা আশা করা যায় না। সে কেবল নিয়েই গেল ইন্ডাস্ট্রি থেকে, কিছুই দিতে পারেনি। এদিকে মনতাজুর রহমান আকবরের পরিচালিত মাই ডার্লিং-এর কাজ আটকে আছে অপুর কারণে। শাকিব-অপু জুটিকে নিয়ে সিনেমাটির কাজ শুরু হয় ২০১৫ সালে। ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার পর অপু লাপাত্তা হয়ে যান। এরপর থেকে তিনি অপুর অপেক্ষায় রয়েছেন। দুঃশ্চিন্তায় আছেন সিনেমাটির কাজ শেষ করা নিয়ে।  তিনি বলেন, সিনেমাটির গল্পটা এমন যে, অপুকে ছাড়া শেষ করা কোনো মতেই সম্ভব নয়। তাই অপুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। দেখি ওর দেখা মেলে কিনা। শুনছি শিগগিরই সে দেশে ফিরবে। তিনি বলেন, সিনেমাটির প্রযোজক অনেক ক্ষতির মুখে পড়েছেন। তার অনেক টাকা পড়ে আছে। সিনেমাটা যদি মুক্তি না দেয়া যায় তবে এই টাকা পুরোটাই নষ্ট। তিনি বলেন, অপু বিশ্বাস আসলে কোথায় আছে, কীভাবে আছে এ নিয়ে অনেক পানি ঘোলা হচ্ছে। নায়িকার খোঁজ না পাওয়ায় অনেকেই নানা গল্প তৈরি করছেন। তবে আমি নিশ্চিত, অপুর যাবতীয় খবর শাকিব জানে। এমনকি অপু আবার কবে দেশে ফিরবে, কবে আবার চলচ্চিত্রে ফিরবে সেটাও শাকিব জানে। অপুর আড়ালে যাওয়ার বিষয়টি শাকিব গণমাধ্যমে হাসিমুখে এড়িয়ে গেছে। বলেছে, অপু কোথায় আছে, কীভাবে আছে সেটা সে জানে না। শাকিবের এই কথা একেবারেই ভিত্তিহীন। এর আগে তারা জুটি বেঁধে আমার একাধিক ছবিতে কাজ করেছে। আমি জানি তারা কতটা ঘনিষ্ঠ! অপু শাকিবকে না বলে কিছুই করে না। এর বেশি কিছু আমি বলতে চাই না।



 

Show all comments
  • সাজু ইসলাম ৫ আগস্ট, ২০২১, ৭:১৬ এএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ