Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে ২ শিশু শিক্ষার্থী দগ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছে শিশু শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শিশুরা হলো, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফুর রহমান আবির (১২) ও তাদের বাড়ির ভাড়াটিয়া তার বন্ধু মাদ্রাসা শিক্ষার্থী মাহিম (১৩)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ আবিরের চাচা মুরসালিন হোসেন বলেন, আমার ভাতিজা সাইফুর রহমান আবির আর্জেন্টিনার সাপোর্টার। পাশাপাশি তার বন্ধু মাহিমও একই দলের সাপোর্টার। গতকাল আবির তার বন্ধু মাহিমকে নিয়ে তাদের বাসার দ্বিতীয় তলার ছাদে আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় হাতের রড গিয়ে বিদ্যুতের তারের উপরে পড়ে। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দুজনেরই হাত ও পা দগ্ধ হয়েছে বলে জানান তিনি। এদিকে আবিরের বাবা সাইদুর রহমান রতন জানান, তার ছেলে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র। আর অপরজন তাদেরই বাসার ভাড়াটিয়া। মাহিম স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে। দগ্ধ দুজনই দুইজনের বন্ধু। আজকে বাসার দ্বিতীয় তলার ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ