Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব হরিনচড়া এলাকায় গত বৃহস্পতিবার ইনসান আলী (৬৭) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। মৃত ইনসান আলীর স্ত্রী মারজিনা খাতুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। গতরাতে একসাথে ঘুমাতে যাই কিন্তু আনুমানিক রাত দুটায় ঘরে না থাকায় বাড়ির বাইরে আম গাছের সাথে আমার স্বামীকে গলায় ফাঁস অবস্থায় ঝুলে থাকতে দেখি। তারপর আমার চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা দৌড়ে বাড়ির বাইরে আসেন। এ ব্যাপারে হরিনচড়ার ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, আমি প্রায় ১৫ বছর ধরে ইনসান আলী মানসিক রোগী হিসেবে দেখছি। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ডোমার থানার ওসি জানান, বৃদ্ধের ছেলে বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ