Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আমরা সুখেই আছি -মিথিলা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সংসার ভাঙার গুঞ্জন কাটিয়ে এখন ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী মিথিলা। সম্প্রতি সংসার ভাঙার গুঞ্জন প্রসঙ্গে কলকাতার পত্রিকা আনন্দবাজারকে মিথিলা বলেন, এই শেষ কয়েক দিন অফিসের কাজে খুব ব্যস্ততা গিয়েছে। হঠাৎ দেখলাম অনেকে সংসার ভাঙা নিয়ে মেসেজ করছে। খুব অবাক হয়েছিলাম। আর যে গানটি সৃজিত পোস্ট করেছিল, সেটি বব ডিলানের গাওয়া একটি গান ছিল। ওটা আমার আর সৃজিত দুজনেরই প্রিয় গান। এটাকে অনেকে আমাদের সংসার ভাঙার ইঙ্গিত হিসেবে নিয়েছিল। বাস্তবতা হচ্ছে, আমরা বেশ সুখে আছি। তিনি বলেন, এ বছরটা আমার আর ওর (সৃজিত) বাইরে বাইরে কেটে গেল। যখন আমি কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। উল্লেখ্য, ২০১৯ সালে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে ভারত ও বাংলাদেশ, দুই দেশেই থাকেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ