প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের একটি দলের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় অভিনেতা ফেরদৌসকে ভারতে কালোতালিকাভুক্ত করা হয়। এর ফলে তার ভারতে যাওয়া বন্ধ হয়ে যায়। গত এপ্রিলে এ তালিকা থেকে বের হয়েছেন তিনি। তালিকা থেকে বের হয়েই কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির নাম ‘মীর জাফর চ্যাপটার ২’। সিনেমাটি পরিচালনা করবেন অর্ক দীপ মল্লিকা নাথ। আগামী জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে ফেরদৌসের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের আরেক অভিনেতা জিয়াউল রোশান। তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। উল্লেখ্য, ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেয়ায় ভিসা বাতিল হয় ফেরদৌসের। ফলে সেখানকার সিনেমায় কাজের সুযোগ হারান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।