প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. দৃশ্যম ২, ২. মিস্টার মাম্মি, ৩. ক্যাপিটাল এ স্মল এ
৪. উঁচাই, ৫. রকেট গ্যাং
দৃশ্যম ২
একই নামের মালয়ালম ফিল্মের নিশিকান্ত কামাট পরিচালিত রিমেক ‘দৃশ্যম’-এর (২০১৫) সিকুয়েল পরিচালনা করেছেন অভিষেক পাঠক। মূল ফিল্মের ঘটনার ৭ বছর পরের কাহিনী। বিজয় সালগাঁওকরের (অজয় দেবগন) সিনেমা হলের মালিক হবার স্বপ্ন পূরণ হয়েছে; তবে এখনও সে ডিশের লাইনের ব্যবসাটি অব্যাহত রেখেছে। এখনও সে স্ত্রী নন্দিনী ( শ্রিয়া সরন) এবং বড় মেয়ে আনজু (ঈশিতা দত্ত) আর ছোট মেয়েকে নিয়ে গোয়ার পন্ডোলেমের বাড়িতে থাকে। আগের সেই দুর্ঘটনা নিয়ে এখনও উদ্বেগ রেয়ে গেছে নন্দিনী আর আনজুর। নন্দিনী বন্ধু হিসেবে পেয়েছে পড়শি জেনিকে (নেহা জোশি)। এদিকে গোয়াতে আইজি হিসেবে যোগ দিয়েছে তরুণ আহলাওয়াত (অক্ষয় খান্না)। তরুণ সাবেক আইজি মীরা দেশমুখের (টাবু) ঘনিষ্ঠ বন্ধু যার ছেলে দুর্ঘটনাক্রমে বিজয়ের ঘরে নিহত হয়েছিল। মীরা অবসরের পর স্বামী মহেশের সঙ্গে লন্ডনে থাকে। তরুণ বিজয়ের কেসটি তদন্ত করেছে, সে অনুধাবন করে সে মীরার ছেলের লাশ গুম করার ব্যাপারে মিথ্যা বলছে, তবে তার হাতে কোনও প্রমাণ নেই। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যায়। তরুণ আর মীরা নিশ্চিত এবার বিজয় আর তার পরিবারকে পাকড়াও করা যায়। আসলেই কি তাই? এবার বিজয় কী বুদ্ধি ফাঁদবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।