Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

১. ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার, ২. দ্য মেনু
৩. দ্য চোজেন সিজন থ্রি : এপিসওড ওয়ান অ্যান্ড টু
৪. ব্ল্যাক অ্যাডাম, ৫. টিকেট টু প্যারাডাইজ
দ্য মেনু
মার্ক মিলড পরিচালিত কমেডি-হরর ফিল্ম। ‘আলি জি ইনডা হাউস’ (২০০২), ‘দ্য বিগ হোয়াইট’ (২০০৫) এবং ‘হোয়াট’স ইওর নাম্বার’ (২০১১) মিলড পরিচালিত ফিল্ম। (নিকোলাস হোল্ট) একজন ভোজন রসিক এবং ফুড ট্যুরিস্ট। সে বিখ্যাত শেফ স্লোয়িকের (রেল্ফ ফাইন্স) উপকূল সংলগ্ন এক দ্বীপের একটি এক্সক্লুসিভ রেস্তরাঁয় বিলাসী মেনুর স্বাদ নেবার জন্য একটি দল গঠন করে। তার দলে অন্তর্ভুক্ত হয় মারগো (অ্যানিয়া টেলর জয়।
প্রথম থেকেই মারগোর কাছে সব অদ্ভুত আর অস্বাভাবিক মনে হতে থাকে, বিশেষ করে যে মহিলাটি (হং চাও) তাদের নৌকায় অভ্যর্থনা জানায় তাকে তো অবশ্যই। শেফ স্লোয়িককেও তার কাছে অস্বাভাবিক মনে হয়। তবে তাদের সামনে যা অপেক্ষা করছিল তার কাছে তার এই সন্দেহ কিছুই নয়। বিশেষ করে টাইলার যা গোপন করছে তা তো অকল্পনীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ