Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজস্ব ফাঁকি, নকল বিড়ি বিক্রি বন্ধসহ ছয় দফা দাবিতে বরিশালে কাস্টমস অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে মানববন্ধন শেষে উপ-কমিশনার মোহাম্মদ জাকারিয়ার বরাবরে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান কলে আন্দোলনরত শ্রমিকরা। দাবিগুলো হচ্ছে, রাজস্ব ফাঁকি দেয়া বিড়ি কারখানা বন্ধ করা, যাচাই-বাছাই ছাড়া অনলাইনে লাইসেন্স দেয়া বন্ধ করা, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিককের মজুরি বৃদ্ধি করা, সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করা, বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে সিগারেটের মূল্য বৃদ্ধি করা এবং তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রান্তিক ও নিম্নআয়ের ব্যবসায়ী ও দোকানিদের পরিবেশক/ডিলারদের লাইসেন্সের আওতায় আনা। গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি লোকমান হাকিম-এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ