Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ আজ দেউলিয়ার দিকে চলে যাচ্ছে - এমপি ব্যারিস্টার শামীম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ৯:৫৮ পিএম

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর) প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন দেশ আজ দেউলিয়ার দিকে চলে যাচ্ছে। রাষ্ট্র দেউলিয়ার পথে চলে যাচ্ছে। জনগণও দেউলিয়ার দিকে যাচ্ছে। সেখান থেকে আমাদের মুক্তি দিতে হবে। ৮৯ হাজার কোটি টাকা এই সরকার ক্যাপাসিটি চার্জ দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিদ্যুৎ তৈরি করেছে দেশে এবং দেশের বাহিরে। সেই বিদ্যুৎ নেয়ার মতো সঞ্চালন সরকার করতে পারে নাই। ফলশ্রুতিতে ওই বিদ্যুৎগুলোর ডেমারেজ দিতে হচ্ছে ৮৯ হাজার কোটি টাকা। এই টাকা যদি মানুষকে দেয়া হতো তাহলে দেশের কোন মানুষ দরিদ্র্য থাকতো না। কোন বেকার থাকতো না। কোন রাস্তা কাঁচা থাকতো না। এসব জনগণের অর্থ, জনগণের করের টাকা, শ্রমিকের রেমিট্যান্সের টাকা, আমাদের কৃষকের কষ্টে অর্জিত টাকা। এই সরকার ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতির একটা সিন্দুকের দরজা খুলে দিয়ে দুর্নীতি করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম এসব কথা বলেন।

এমপি শামীম আরও বলেন, দেশ আজকে এক ক্রান্তিলগ্নে আছে। জনগণ ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্র ক্রমাগত ক্ষয়িষ্ণু হচ্ছে। অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে। দেশের ব্যাংক ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। ডলারের দাম বাড়ছে। টাকার মূল্যমান কমছে। বিদেশ থেকে রেমিট্যান্স কম আসছে।

ব্যারিস্টার শামীম আরও বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। একটি দেশে যদি সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যায় তাহলে সেই দেশে আর কোন সরকারি ব্যবস্থা থাকেনা।

তিনি আরও বলেন, আমরা চেয়ে চেয়ে দেখতে পারিনা। আজকে জাতীয় পার্টিকে দায়িত্ব নিতে হচ্ছে। জাতীয় পার্টিকে সংকটে ফেলার চেষ্টা করা হচ্ছে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। যতই ষড়যন্ত্রই হোক, যতই কুটচাল দেয়া হোক। জিএম কাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবেনা। জাতীয় পার্টিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। জাতীয় পার্টি আজ জেগে উঠেছে। এই সরকারের কিছু ধারাবাহিক সাফল্য আছে, সেইসাথে কিছু ব্যর্থতাও আছে।

বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক রেজাউল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি আরও বলেন, আমরা মনে করি আজকে আমাদের সুশাসনের পথে চলার সময় এসেছে। সুশাসনের পথে চলতে জাতীয় পার্টির বিকল্প নেই। দেশের একটি পট পরিবর্তন প্রয়োজন। আর এটি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জাতীয় পার্টি। ইতিহাস বলে, যারাই জাতীয় পার্টির বিরোধিতা করেছে তারাই ক্ষমতার বাহিরে চলে গেছে। আমরা সংসদে গিয়ে দেশের জনগণের কথা বলি। তাই জাতীয় পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না।

সুন্দরগঞ্জের জনগণকে স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, একটা সময় এই জনপদের মানুষকে হামলা মামলার শিকার হতে হয়েছিল। সেই সময় জেলে থাকতে হতো। গোয়াল ঘরে ঘুমাতে হতো। পুলিশ জনগণকে নির্যাতন করতো। ঘরে থাকার বিনিময়ে দৈনিক ৫'শ টাকা নেয়া হতো। আমাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, আমরা শান্তি দিতে পেরেছি। সুশাসন দিতে পেরেছি। আমি আপনাদের কথা সংসদে গিয়ে বলেছি। ধাপে ধাপে তুলে ধরে প্রমাণ করেছি সুন্দরগঞ্জের মূল সমস্যা হচ্ছে দারিদ্র্যতা। এরপর থেকেই সুন্দরগঞ্জের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্রিজের কাজ চলছে। আল্লাহর অশেষ রহমতে ২০২৪ সালের মধ্যেই ব্রীজের কাজ শেষ হবে। এই মুহূর্তে সুন্দরগঞ্জে দুই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান।

এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম সাফি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাপার সহ-সভাপতি মাওলানা আবুল হোসাইন, আহসান হাবিব খোকন, যুগ্ম-সম্পাদক কওছর আযম হান্নু, বামনডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি রেজাউল হক রেজা, সোনারায় ইউনিয়ন জাপার সভাপতি আনছার আলী সরদার, শান্তিরাম ইউনিয়ন জাপার সভাপতি শরিফুল ইসলাম শাহিন, ছাপড়হাটী ইউনিয়ন জাপার সভাপতি আশরাফুল আলম, বেলকা ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মফিদুল হক মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সারওয়ার হোসেন বাবু, যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সুজন, পল্লীবন্ধু পরিষদের আহŸায়ক আব্দুর রাজ্জাক প্রমূখ।

সম্মেলনে দ্বিতীয় পর্বে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে রেজাউল ইসলাম রানা সভাপতি, মফিদুল হক মন্ডল সাধারণ সম্পাদক ও এনামুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ