বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, "আপনারা মিটিং করেন অসুবিধা নেই, ফাঁকা মাঠ দিয়ে দিলাম। কিন্তু ভুলেও শান্তির কুমিল্লায় অশান্তি করার চেষ্টা করবেন না।"
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মাঠে জেলা বইমেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, ২০১৩-১৪ সালে কুমিল্লায় নেমেছিলেন অশান্তি করার জন্য। আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম শান্তির কুমিল্লায় অশান্তি হবে না, হতে দেই নাই। এখনও বলি কুমিল্লায় সুন্দরভাবে মিটিং করেন, আমরা ওয়েলকাম করি, আইনশৃঙ্খলা ভঙ্গ করবেন না, কুমিল্লার মানুষকে অশান্তির মধ্যে ফেলবার চেষ্টা করবেন না।
চারদিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দীন আরও বলেন, আজকে যারা সমাবেশ কেন্দ্র করে টাউনহলে চারিদিকের ভবন গুলোতে ব্যানার ফেস্টুন লাগিয়েছেন তাদেরকে বলতে চাই আপনারা আরও ব্যানার ফেস্টুন লাগান সমস্যা নেই। গণতন্ত্রের দেশে আপনাদেরকে মাঠ ফাঁকা করে দেওয়া হয়েছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, শান্তির এ কুমিল্লায় সম্প্রীতির এ কুমিল্লায় কোনো অশান্তি করবেন না, তাহলে এর পরিনতি ভাল হবে না।
তিনি বলেন, আপনারা সমাবেশ করুন ভাল কথা কিন্তু আমার কুমিল্লার মানুষের গায়ে কোনো আচর লাগলে পরিনতি ভাল হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান (পিপিএম বার), সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, নারী নেত্রী পাপড়ি বসু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।